আমি আর আমার শৈশব

শৈশব (সেপ্টেম্বর ২০১৩)

এই মেঘ এই রোদ্দুর
  • ১৬
  • ২৬
শৈশবের গন্ধ মাখা দিনগুলি
চোখ বন্ধ করলেই যেন পাই;
কচুরীপানার পার্পল পার্পল ফুল
হাঁটু পানিতে নেমে ছিঁড়ে ছিঁড়ে.
হাতের মুঠোয় করেছি কত!!

কাদায় মাখামাখি আর পার্পল বেগুনি ফুল
হাতে নিয়ে সে কি উল্লাস ছিল ।
কচুরীপানার ফুলের মায়ায় যেন!
এখনো জড়িয়ে আছি বেগুনী রঙের মতো ।

জারুল গাছের ফুলগুলোও তো ছিল বেগুনী
জারুল ফুল দেখলে থমকে দাঁড়াই এখনো!
কি যে সুন্দর একটা রং প্রভু তুমি করেছ সৃজন ।
বেগুনী মায়ায় জড়ানো আমার পার্পল শৈশব ।

অদ্ভূত ছোটাছুটি সারা বাড়িময়
ভেজা থাকত দিনভর হাঁটুতক ।
পাখির বাচ্চা চিউ চিউ করে কোথায় যেন
ছুটে গেছি সেথায়; উঠেছি গাছ বেয়ে কত!
পাখি পালা অভ্যাসে ধরে গিয়েছিল;
অদ্ভুত ভালা লাগা এখনো কাকলী কুহু কুজন ।
ভ্রমরার গুঞ্জন আর কলকাকলী ভরা আমার পাখপাখালি শৈশব ।

তেতুল গাছে ঢিল; তেঁতুল চুরি
আহ! কি স্বাদ জিহ্বায় লেগে আছে যেন আজো,
অদম্য ছোটাছুটি বনে বাঁদারে
কাঠবিড়ালীর পিছন পিছন ছুট ...
বিকেলের সোনালী আলোয় দৌঁড়ঝাপ ।

আঁখখেতে মড় মড় করে সবে মিলে
চুরি করে খাওয়া; সে যেন অমৃত এক
ডুব সাঁতারে পুকুর পার হওয়ার প্রতিযোগিতায় মত্ত
চোখ লাল করে ঘরে ফেরা; সে ছিল দৈনিক রুটিন,
উপেক্ষায় ছিল যতই হতো রৌদ্দুরের তাপ ।
টক টক মিষ্টি মিষ্টি ভরা আমার ডুব সাঁতার শৈশব ।
নীল ফড়িং লাল ফড়িং হলুদ ফড়িং
লেজে সুতা বেঁধে দিতাম ছেড়ে !
পিছন পিছন ছুট ছুট
আহা! হাত হতে সুতা গেল উড়ে,
উড়ু উড়ু উড়ু ফড়িং দেয় ছুট
নীল আকাশে নেয় ঠাঁই ।

জোছনা ভরা রাত্তিরে ভাই বোনে মিলে
খেলাখেলি...কানামাছি, গোল্লাছুট আর বউছি,
এলোমেলো বায়ে প্রাণ খুলে নি:শ্বাস যেন
এখনো আছে নাকে লেগে ;
আহ! সেই শৈশব যদি ফিরে পাই?
নীল লাল হলুদ, জোছনায় আঁকা স্বপ্ন ;
যেন ছিল আমার ফড়িং শৈশব
বগলে বই নিয়ে ছুট স্কুল পানে
মিলে মিশে দুষ্টের দল......
শীতকালের সেই শিশিরমাখা ভোর
দুর্বায় আটকে থাকা শিশিরে খালি পায়ে হাঁটা
শিউলী ফুলের মাদকতায় মত্ত আমি যেন;
সেই ঘ্রান পাই আজও ।

শিউলীর মালা গেঁথেছি রোজ;
আলতো ছুঁয়ে ভেজা মাটিতে
আঁকিবুঁকি; নিজের নামটি লিখে রাখি ফুল দিয়ে ।
হলুদ সুনারু ফুলের ঝুমকো টেনে হিঁছড়ে নিচে নামিয়ে
হাতে নিয়ে ছুট ।
আমগাছের সেই আগাছা অর্কিডগুলো,
কি সুন্দর থোকায় থোকায় ফুটে থাকতো
অপূর্ব রঙ্গের অর্কিডগুলো যেন
চোখ বন্ধ করলে দেখতে পাই আজও ।
শিশিরমাখা ভোর, শিউলী ফুলের ঘ্রান আর
যেন অর্কিডের মতই আমার শৈশব ।

আমার শৈশব আমি ধরে রেখেছি
রাখতে পেরেছি,
এখনো খালি পায়ে হাঁটি ভোরের শিশিরে
বন বাঁদার থেকে তুলে আনি বুনো ফুল,
ফড়িং ধরতে ছুটে যাই আনমনে,
এখনো আমি অবাক চোখে আকাশ দেখি
পাখির কলকাকলী শুনতে কাক ডাকা ভোরে,
মেটো পথ ধরে একা একা হাঁটি,
ঘ্রান নেই ভেজা মাটির;
ছুঁয়ে ছুঁয়ে যাই শিশির ভেজা সবুজাব
স্নিগ্ধ কিশলয়......
আমার শৈশব হারাতে দিব না, অনুভবের স্পর্শে ছোঁবো আমার শৈশব,
আমি আর আমার শৈশব নিয়ে থাকব
অনন্তকাল ধরে......।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবু ওয়াফা মোঃ মুফতি শেষের প্রত্যয়টুকু বেশ ভালো লাগলো!
জালাল উদ্দিন মুহম্মদ এতো গ্রাম বাংলার হাজারো মানুষের স্মৃতি । দারুণ স্মৃতিগাঁথা ।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৩
আমির ইশতিয়াক শৈববের চিত্র ফুটে উঠেছে।
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১৩
ওসমান সজীব শৈশব কে এঁকেছেন বর্ণিল সাজে শৈশব এর সব কিছুই মেলে ধরেছেন সাবলীল ভাবে অসাধারন কবিতা
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৩
মো: আশরাফুল ইসলাম ছুঁয়ে ছুঁয়ে যাই শিশির ভেজা সবুজাব স্নিগ্ধ কিশলয়..... awesome.............
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০১৩
হিমেল চৌধুরী এখনো খালি পায়ে হাঁটি ভোরের শিশিরে বন বাঁদার থেকে তুলে আনি বুনো ফুল,....... শৈশেবর প্রতি দুর্বলতা। শৈশব আবেগ। ভাল লাগলো।
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৩
মোঃ সাইফুল্লাহ খুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৩
মিলন বনিক পুরো শৈশবটা সুন্দর ভাবে ফুঠে উঠেছে কবিতায়...খুব ভালো লাগলো...
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৩
তানি হক বরাবরের মতই খুব খুব ভালো লাগলো কবিতা ... ছবি আপুকে ধন্যবাদ ও ভালোবাসা
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৩

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪